বাংলাদেশ সেনাবাহিনী ৩০৫ পদাতিক ব্রিগেডের মান্যবর রিজিয়ন কমান্ডারের প্রতিনিধি G-2 মহোদয়ের সাথে বৈসাবি ও বাংলা নববর্ষ-১৪৩০ উপলক্ষ্যে ওয়েলফেয়ার ফ্যামিলি ম্যানেজমেন্টের সৌজন্য স্বাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় সম্পন্ন:
তারিখ : ১৪/০৪/২০২৩ খ্রিস্টাব্দ
বার : শুক্রবার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের Smart Bangladesh বিনির্মাণে ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ ও বেসরকারি উন্নয়ন সংস্থা (NGO) এবং কোম্পানির যৌথ উদ্যোগে বাংলাদেশ গেজেটে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে My Welfare App ও www.welfarebd.org ব্যবহার করে ''Sustainable Development Policy'' (SDP) ২০২২-২০৩৭ ও ''Social and Economic Development Policy'' (SEDP) ২০২২-২০৪৭ এবং "Poverty Alleviation Policy" (Muldhan) ২০২৩-২০৪৮ প্রকল্প ও কর্মসূচির আওতায় পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী উৎসব বৈসাবি ও বাংলা নববর্ষ-১৪৩০ উপলক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলার বাংলাদেশ সেনাবাহিনী
৩০৫ পদাতিক ব্রিগেডের মান্যবর রিজিয়ন কমান্ডারের প্রতিনিধি G-2 মহোদয়ের সাথে ওয়েলফেয়ার ফ্যামিলি ম্যানেজমেন্ট সৌজন্য স্বাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার ফ্যামিলি ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আনোয়ার আল হক, ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ ও ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস লিমিটেড এর চেয়ারম্যান নুর মোহাম্মদ সিদ্দিকী ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, প্রধান কার্যালয়ের ম্যানেজার (এডমিন) মো: রিদওয়ানুল হক, ম্যানেজার (প্রজেক্ট অ্যান্ড প্রোগ্রাম) জয়া চাকমা, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (রাঙ্গামাটি) সুদীপ্তা চাকমা।
✅ প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে / সুযোগ ও সুবিধা পেতে কল করুন এই নাম্বারে: 01812-957272
✅ Welfare Family Bangladesh ওয়েবসাইট লিংক: http://www.welfarebd.org/
✅ সুযোগ ও সুবিধার জন্য রেজিস্ট্রেশন করতে My welfare App এখনই Download করুন।
✅ My Welfare App ডাউনলোড করে অ্যাপ রেজিষ্ট্রেশন করতে ক্লিক করুন: https://play.google.com/store/apps/details...
COMMENTS