গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের Smart Bangladesh বিনির্মাণে SDP-SEDP-Muldhan প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলাধীন ৪নং আজিজনগর ইউনিয়নের ‘উঠান বৈঠক ও আলোচনা সভা’ অনুষ্ঠিত :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের Smart Bangladesh বিনির্মাণে ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ ও বেসরকারি উন্নয়ন সংস্থা (NGO) এবং কোম্পানির যৌথ উদ্যোগে বাংলাদেশ গেজেটে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে My Welfare App ও www.welfarebd.org ব্যবহার করে ''Sustainable Development Policy'' (SDP) ২০২২-২০৩৭ ও ''Social and Economic Development Policy'' (SEDP) ২০২২-২০৪৭ এবং "Poverty Alleviation Policy" (Muldhan) ২০২৩-২০৪৮ প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করার জন্য অনগ্রসর, দরিদ্র, পিছিয়েপড়া ও সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নে সমাজের লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীকে সংগঠিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সৃজনশীলতার মাধ্যমে কার্যক্রম এলাকার স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে প্রকৃতি প্রদত্ত সম্পদের সুষ্ঠ ও যুগোপযোগী ব্যবহারের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নের বিকাশ ঘটিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক (Social) ও অর্থনৈতিক (Economic) স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে স্থায়ী/অস্থায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করার জন্য সরকারি / বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মান উন্নয়ন শীর্ষক প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নের জন্য সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে টেকসই উন্নয়নের প্রয়াস শীর্ষক “উঠান বৈঠক ও আলোচনা সভা” বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলাধীন ৪নং আজিজনগর ইউনিয়নের ‘উঠান বৈঠক ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়।
উপস্থাপনা ও আলোচনা করেন - সেচ্ছাসেবক মোছাঃ নাজমা খাতুন ও নুরুন নাহার
উক্ত “উঠান বৈঠক ও আলোচনা সভা” এর প্রচারনা কার্যক্রমে স্থানীয় মুরুব্বি, জনপ্রতিনিধি এবং এলাকার সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে / সুযোগ ও সুবিধা পেতে কল করুন এই নাম্বারে: 01812-957272
COMMENTS